প্রকাশিত: Tue, Dec 13, 2022 5:27 PM আপডেট: Tue, Apr 29, 2025 5:22 AM
বাংলাদেশ ভারত প্রথম টেস্টে আজ চট্টগ্রামে শুরু
এল আর বাদল: ভারতের বিরুদ্ধে দু’দুবার ওয়ানডে সিরিজ জয়ের অনন্য গৌরব অর্জন করেছে বাংলাদেশ। কিন্তু এখনো তাদের বিরুদ্ধে জেতা হয়নি টেস্ট সিরিজ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ২২ বছরের দীর্ঘ পরিক্রমায় শুধু হেরেই গেছে ভারতের কাছে। এবার পেছনের সব ব্যর্থতা ভুলে শুভ সূচনা করতে চান সাকিব আল হাসানরা।
ভারতের বিপক্ষে তাদের আসল পরীক্ষাটা শুরু টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ দিয়ে। গতবারের রানার্সআপরা এবারের আসরেও ফাইনাল খেলতে পূর্ণ শক্তি নিয়ে দল সাজিয়েছে। অন্যদিকে পাঁচ দিনের এই ফরম্যাটে টাইগারদের সঙ্গী কেবল হতাশা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের প্রথমটির ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সকাল ১০টায় শুরু হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট চ্যাস্পিয়নশীপের প্রথম ম্যাচ। এই মাঠে ওয়ানডে সিরিজে হারের ক্ষত ভুলতে টেস্টে জয়ের বিকল্প কিছু ভাবছে না টিম ইন্ডিয়া। অবশ্য সাদা পোশাকের লড়াইয়ে ফেভারিটের তকমাটা থাকছে সফরকারীদের সঙ্গে। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান রানার্সআপরা লংগার ফরম্যাটের অভিজ্ঞতা আর পারফরম্যান্সে বেশ বড় ব্যবধানেই এগিয়ে থাকছে বাংলাদেশের বিপক্ষে। অন্যদিকে ২২ বছর টেস্ট খেলেও পারফরম্যান্সে এখনও অপরিণত বাংলাদেশ। সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে শতভাগ হারের রেকর্ড। তলানিতে থেকে শেষ করা দলটিকে নিয়ে এবারের আসরে প্রত্যাশা নেই বললেই চলে।
টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণে অবশ্য এরই মধ্যে একটি জয় তুলে নিয়েছে টাইগাররা। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো জয় এবারের সিরিজের সব থেকে বড় অনুপ্রেরণা। এখন পর্যন্ত ১০ ম্যাচে হার ৮টি। ঐতিহাসিক সে জয়ের পাশাপাশি এক ড্রতে, পয়েন্ট সংখ্যা ১৬।
টেবিলের চার নম্বরে থাকা ভারতের জন্য বাংলাদেশ সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ। দুই ম্যাচের দুটিতেই জিতলে সুযোগ থাকছে শীর্ষ দুইয়ে ঢোকার। ১২ ম্যাচে ভারতের ৬ জয়, চার হারের পাশে দুটি ড্র রয়েছে তাদের।
২২ বছর আগে ভারতের বিপক্ষেই টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু করেছিলো বাংলাদেশ। এরপর ক্রিকেট পরাশক্তি দেশটির বিপক্ষে মাত্র ১১ ম্যাচ খেলার সুযোগ হয়েছে লাল-সবুজদের।
অভিষেক ম্যাচে ইনিংস ব্যবধানে না হারা দলটি পরের ১০ ম্যাচের পাঁচটিতেই প্রতিপক্ষকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে পাঠাতে পারেনি। বছর তিনেক আগে সর্বশেষ দেখায় ইনিংস ও ৪৬ রানের বড় ব্যবধানে হারে টাইগাররা। সম্পাদনা: খালিদ আহমেদ
আরও সংবাদ
[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ
[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ
[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার
[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ
[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
[১]যুক্তরাষ্ট্রে আজ পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের [২]স্বাগতিকদের বিরুদ্ধে মুখোমুখি কানাডা

[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ

[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ

[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার

[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ

[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
